পিবিএ,চট্টগ্রাম: বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন দেশের প্রতি তাঁর ভালোবাসার প্রতিদান স্বরুপ উদ্বোধন করেন সেই রুপালি গিটার। এছাড়া প্রর্বতক মোড়ের নতুন নাম করা হয়েছে “আইয়ুব বাচ্চু চত্ত্বর”।
উদ্বোধনকালে আইয়ুব বাচ্চু চত্ত্বরের আশপাশ ভরে ওঠে তার ভক্তদের উপস্থিতিতে। এসময় সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, জনপ্রিয় ব্যান্ড শিল্পী আইয়ুব বাচ্চুর স্মৃতি রক্ষার্থে স্থাপন করা হলো এই রূপালী গিটার।
জনপ্রিয় ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর স্মৃতি সংরক্ষণে বিশেষ ভূমিকা রাখার অনুরোধ করে তিনি ভক্তদের উদ্দেশ্যে বলেন, এভাবেই প্রত্যেককে দেশ এবং সমাজের জন্য কাজ করে যেতে হবে। ছবিটি প্রর্বতক মোড় থেকে তোলা।
পিবিএ/ফয়সাল এলাহী/বিএইচ