পিবিএ, বিনোদন : ঢাকাই চলচ্চিত্রের এ সময়ের আলোচিত চিত্রনায়িকা বিপাশা কবির। সম্প্রতি তিনি আবারও নতুন একটি মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন। এই গানটির শিরোনাম- ‘মুশকিল বেবি’। এই গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর।
সম্প্রতি গাজীপুর একটি শুটিং হাউজে এই মিউজিক ভিডিওটির চিত্রধারণ শেষ হয়েছে। এই মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন।
জানা গেছে, খুব শিগ্রই মিউজিক ভিডিওটি এস এস মাল্টিমিডিয়া হাউজ এবং এস এস মিউজিক ক্লাবের ইউটিউবে প্রকাশ করা হবে।
নতুন মিউজিক ভিডিও প্রসঙ্গে বিপাশা কবির বলেন, ‘আসিফ ভাইয়ের সাথে এটা দ্বিতীয় কাজ। খুবই সুন্দর একটি কাজ হলো। মেকিং চমৎকার হয়েছে এবং গানটির কথাও বেশ দারুণ। আশা করছি, দর্শকদেরও ভালো লাগবে।‘
পিব্মিএ/মারুফ সরকার/জেডআই