চলছে দুটি মামলার প্রস্তুতি

যুবলীগ নেতা খালেদকে থানায় হস্তান্তর

পিবিএ,ঢাকা: রাজধানীর ফকিরেরপুলের ইয়ংমেন্স ক্লাব ক্যাসিনোর মালিক ঢাকা দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূইয়াকে গুলশান থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দুটি মামলার প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে জানা গেছে।
মামলা নথিভুক্ত হওয়ার পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে তোলার কথা রয়েছে। এরআগে, খালেদকে র‌্যাব-৩ এর হেফাজতে রাখা হয়েছিল।
র‌্যাব জানিয়েছে, ক্যাসিনো ও মাদক ব্যবসার ব্যাপারে খালেদকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অস্ত্র আইনে গুলশান থানায় ও মাদক আইনে মতিঝিল থানায় দুটি মামলার প্রস্তুতি চলছে। গত রাতে অবৈধ অস্ত্র, মাদক ও ক্যাসিনো চালানোর অভিযোগে খালেদ মাহমুদ ভূঁইয়াকে অস্ত্রসহ আটক করে র‌্যাব। এসময় তার কাছ থেকে তিনটি অস্ত্র উদ্ধার করা হয়। যার একটি লাইসেন্সবিহীন, অপর দুটি লাইসেন্সের শর্তভঙ্গ করে রাখা হয়েছিল। বুধবার ফকিরেরপুলের ইয়ংমেন্স ক্লাবে নিষিদ্ধ ক্যাসিনোতেও অভিযান চালায় র‌্যাব। এখান থেকে দুই নারীসহ ১৪২ জনকে গ্রেফতার করা হয়। এদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। ক্যাসিনোতে মদ আর জুয়ার বিপুল সরঞ্জামের পাশাপাশি প্রায় ২৫ লাখ টাকা উদ্ধার করা হয়। অনেক দিন ধরে এখানে জুয়াসহ নানা অপকর্ম চলছিল। সাম্প্রতিককালে অতিমাত্রায় বেড়ে যাওয়ার পর বুধবার অভিযান পরিচালিত হয়। ইয়াংমেন্স ক্লাবের পর ওই রাতেই ঢাকার আরও তিনটি ক্যাসিনোতে অভিযান চালায় র‌্যাব।
পিবিএ/বাখ

আরও পড়ুন...