‘রামায়ণ’ সিনেমায় রাবনের চরিত্রে দেখা যাবে প্রভাসকে

পিবিএ ডেস্কঃ ভারতীয় সিনেমার ইতিহাসে সর্বচ্চ বাজেটে নির্মাণ হচ্ছে ‘রামায়ণ’। ৬০০ কোটি রুপি বাজেটের এই সিনেমায় রামের চরিত্রে অভিনয় করতে চলেছেন বলিউডের গ্রিক দেবতা বলে পরিচিত হৃত্বিক রোশন ও মিষ্টি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। প্রথমবারের মতো এই জুটিকে দেখা যাবে বলিউডের পর্দায়।

বিগ বাজেটের এই সিনেমায় ফুটিয়ে তোলা হবে রাম-সীতার প্রেম কাহিনি। ছবিটি নির্মাণ করবেন পরিচালক নিতেশ তিওয়ারি। এই সিনেমায় রামের ভূমিকায় অভিনয় করবেন হৃত্বিক রোশন ও সিতার চরিত্রে অভিনয় করবেন দীপিকা।

নতুন খবর হলো ‘রামায়ণ’ সিনেমায় ভিলেনের চরিত্রে দেখা যেতে পারে প্রভাসকে। বাহুবলী খ্যাত প্রভাসকে এই ছবিতে দেখা যাবে রাবনের ভূমিকায়। বাহুবলী সিনেমায় অনেকটা রামের আদলে তৈরি করা হয়েছিলো তার চরিত্রটি। এবার আসছেন তার উল্টো চরিত্রে।

রাবণ ভারতীয় মহাকাব্য রামায়ণের অন্যতম প্রধান চরিত্র ও প্রধান খলনায়ক। তিনি মহাকাব্য ও পুরাণে বর্ণিত লঙ্কা (বর্তমানে শ্রীলঙ্কা) দ্বীপের রাজা। রামচন্দ্রের পত্নী সীতাকে হরণ করে তিনি লঙ্কায় নিয়ে যান। সীতার উদ্ধারকল্পে রামচন্দ্র লঙ্কা আক্রমণ করলে রাবণের সঙ্গে তার যুদ্ধ হয়।

শোনা যাচ্ছে হিন্দি, তামিল, তেলুগু ভাষাতে নির্মিত হবে এই ছবি। শিগগিরি সিনেমাটির বিস্তারিত জানাবেন নির্মাতা।

পিবিএ/সজ

আরও পড়ুন...