‘ড্রিমস ফিচারিং হারসেল্ফ’ ভিডিওটি তে চমকে দেবে মিমি

পিবিএ ডেস্ক : মিমি চক্রবর্তী। টালিউডের জনপ্রিয় অভিনেত্রী। এপার বাংলাতেও রয়েছে তার জনপ্রিয়তা। সম্প্রতি অভিনেত্রী থেকে নেত্রীর বনে গিয়েছেন মিমি।

এবার দর্শকের চমকে দিতে আসছেন এ অভিনেত্রী। কি সেই চমক? খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি তিনটি গান নিয়ে নিজের প্রথম অ্যালবাম করেছেন মিমি। ‘ড্রিমস ফিচারিং হারসেল্ফ’ শিরোনামের অ্যালবামের গানগুলোর সঙ্গীতায়োজন করেছেন ডাব্বু। তিনটি গানেই কণ্ঠ দিয়েছেন মিমি।

জানা গেছে, তুরস্কের বিভিন্ন মনোরম লোকেশন চিত্রায়ণ করা হয়েছে গানগুলো। চলতি মাসের ২২ তারিখ প্রকাশ হবে মিমির এই অ্যালবামের প্রথম গান। মিমি চক্রবর্তী ক্রিয়েশন ইউটিউবে আসবে গানটি।

এর আগে ‘মনে জানে’ ছবির ‘কেনো যে তোকে’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছিলেন মিমি। এসভিএফের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছিল গানটি। প্রকাশের পর গানটি বেশ সাড়া ফেলেছিল। সেই ধারাবাহিকতায় আবারো নতুন গান করেছেন মিমি। নতুন গানগুলো নিয়ে আশাবাদী তিনি।

চমকের ভিডিও দেখতে ক্লিক করুন এই লিংকে।

https://www.youtube.com/watch?v=Jsu0GvXZ7Gg&feature=youtu.be

 

পিবিএ/সজ

আরও পড়ুন...