বোরখা পড়ে আসায় ছাত্রীকে স্বর্ণ পদক দিল না কলেজ!

ইস্টার সানডেতে গির্জা ও হোটেলে সিরিজ বোমা হামলার পরিপ্রেক্ষিতে বোরকা, নিকাবসহ নারীদের মুখ ঢেকে রাখা এমন সব পোশাক পরা নিষিদ্ধ করেছে শ্রীলংকা

পিবিএ ডেস্ক: গ্র্যাজুয়েশনের সমাবর্তন অনুষ্ঠানে বোরখা পরে এসেছিলেন। এই কারণে, টপার ছাত্রীকে পুরস্কার দিল না কলেজ। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে ঝাড়খণ্ডের রাঁচির মারওয়াড়ি কলেজে।

সমাবর্তন অনুষ্ঠানে বোরখা পরে এসেছিলেন মারওয়াড়ি কলেজের ছাত্রী নিশাত ফতিমা। পরীক্ষায় প্রথম হওয়ায় অনুষ্ঠানে স্বর্ণ পদক গ্রহণ করতে এসেছিলেন তিনি। পরিবারের সঙ্গে অপেক্ষা করছিলেন ফতিমা। নাম ঘোষণা হওয়ার পর পদক নিতে এগিয়ে আসেন তিনি। তখনই জানা যায়, বোরখা পরে অনুষ্ঠানে এসেছেন ফতিমা। তখনই কলেজ কর্তৃপক্ষের তরফে জানানো হয়, কলেজের ড্রেস-কোড পরে আসেননি ওই ছাত্রী।

এই কারণেই অনুষ্ঠানে তাঁকে কোনও ডিগ্রি দেওয়া হবে না। ওই ছাত্রীর বাবা ‍মুহাম্মদ ইকরামুল হক এর প্রতিবাদ করেন। জানান, মুসলিম রীতিতে শিক্ষাপ্রতিষ্ঠানে বোরখা পরা যায়।

কলেজের তরফে জানানো হয়েছে, ছেলেদের জন্য সাদা কুর্তা-পাঞ্জাবি এবং মেয়েদের জন্য সালওয়ার স্যুট বা শাড়ি-কে ড্রেস-কোড হিসেবে ঠিক করা হয়েছিল। সেই মতো নির্দেশিকাও জারি করা হয়। এরপরও তা মানা কলেজের নিয়মভঙ্গের সমান।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...