পিবিএ ডেস্ক: টালিগঞ্জের চিত্রনায়িকা শ্রাবন্তী এখন ঢাকায় একটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত। এতে অভিনয় করার জন্য তিনি গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) মধ্যরাতে ঢাকায় আসেন। আজ শুক্রবার সকাল থেকে তিনি গাজীপুর লোকেশনে শুটিংয়ে অংশ নেন।
শামিম আহমেদ রনি পরিচালিত ‘বিক্ষোভ’ সিনেমায় অভিনয় করছেন শ্রাবন্তী। শ্রাবন্তী ছাড়াও আরো অভিনয় করছেন শান্ত খান, বলিউডের রাহুল দেব প্রমুখ। এতে একটি আইটেম গানে পারফর্ম করেন পর্ন তারকা সানি লিওন। শাপলা মিডিয়া প্রযোজিত ‘বিক্ষোভ’ সিনেমার শুটিং শুরু হয় কলকাতায় চলতি মাসের শুরুর দিকে।
উল্লেখ্য, সর্বশেষ শ্রাবন্তীকে বাংলাদেশের ‘যদি একদিন’ সিনেমায় দেখা গেছে। মোস্তফা কামাল রাজ পরিচালিত এই সিনেমায় তিনি তাহসানের বিপরীতে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন।
পিবিএ/বিএইচ