সালমান পর্দায় চুমু খায় না……

পিবিএ ডেস্কঃ সঞ্জয় লীলা বানসালির ইনশাআল্লাহ সিনেমায় অভিনয়ের ঘোষণা দিয়েও শেষ পর্যন্ত সরে গেছেন সালমান খান। এরপর থেকেই নেপথ্যের কারণ খুঁজতে শুরু করেছেন সবাই। অনেক গুঞ্জনও চাউর হয়েছে। তবে কোনোটিই ধোপে টেকেনি।

ভারতীয় একটি সংবাদমাধ্যমের নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, ইনশাআল্লাহ সিনেমায় সালমান খান ও আলিয়া ভাটের একটি চুমুর দৃশ্য ছিল। এই দৃশ্যটি করবেন না জন্যই সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন দাবাং অভিনেতা।

তবে এ গুঞ্জনও উড়িয়ে দিয়েছেন বানসালির ঘনিষ্ঠ একজন সূত্র। তিনি বলেন, ‘প্রথমত, কোনো চুমুর দৃশ্য ছিল না। আর যদি থাকত সালমান শুরু থেকেই জানতেন। প্রত্যেক নির্মাতাই জানেন, সালমান পর্দায় চুমুর দৃশ্য করেন না।

আর চিত্রনাট্যের প্রয়োজনে বানসালি যদি ব্ল্যাক সিনেমায় অমিতাভ বচ্চন ও রানী মুখার্জিকে চুম্বন দৃশ্য করাতে পারেন, তাহলে সালমান কেন আপত্তি করবেন? যাহোক, ইনশাআল্লাহ সিনেমায় কোনো চুমু্র দৃশ্য ছিল না। এটি একটি গুঞ্জন।’

ক্যাটরিনা কাইফের সঙ্গে টাইগার জিন্দা হ্যায় সিনেমায় অভিনয় করেছেন সালমান খান। সিনেমাটিতে এ জুটির একটি চুম্বন দৃশ্য রাখতে চেয়েছিলেন নির্মাতারা। কারণ দৃশ্যটি সিনেমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। তবে এতে সায় দেননি সালমান। পরিচালক আলী আব্বাস এ অভিনেতাকে রাজি করানোর চেষ্টা করেছিলেন কিন্তু তাতে কাজ হয়নি। পরবর্তীতে দৃশ্যটি বাদ দেয়া হয়।

শোনা যায়, শাহরুখ খান অভিনীত অন্যতম জনপ্রিয় বাজিগর সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন সালমান খান। কিন্তু চরিত্রটি নেতিবাচক হওয়ায় আব্বাস-মাস্তান পরিচালিত সিনেমাটি করেননি ‘বলিউডের ভাইজান’খ্যাত এ তারকা।

পিবিএ/সজ

আরও পড়ুন...