দলের পারফরম্যান্সে হতাশ মেসি

পিবিএ স্পোর্টস ডেস্ক: এবারের লা লীগায় সময়টা মোটেও ভালো যাচ্ছে না কাতালান জায়ান্ট বার্সেলোনার। প্রথম ৫ ম্যাচ শেষে মাত্র ৭ পয়েন্ট অর্জন করেছে মেসিরা। অনেক বছর হলো এতটা বাজেভাবে স্প্যানিশ লীগ শুরু করেনি বার্সেলোনা। সেই ১৯৯৪-১৯৯৫ মৌসুমের শুরুতে সর্বশেষ এতটা বাজেভাবউ লা লীগার শুরু করেছিলো ক্রুইফের উত্তরসূরিরা।

এবার আবারও সেই কালো অধ্যায়ের অবতারণা করেছে বার্সার খেলোয়াড়রা। এক মেসি না থাকাতেই দলের এমন নাজেহাল অবস্থা। যদিও আজকের ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে নামলেও ফলাফল পরিবর্তন করতে পারেননি মেসি। গ্রানাডার বিপক্ষে ম্যাচ শেষে ড্রেসিংরুমে যাওয়ার পথেই নাকি সতীর্থদের উপর ক্ষোভ প্রকাশ করেছেন মেসি।

স্প্যানিশ লীগে নিজেদের পঞ্চম রাউন্ডের খেলায় দুর্বল গ্রানাডার কাছে হেরেছে বার্সেলোনা। সেটাও আবার ২-০ গোলের ব্যবধানে! তাই তো ম্যাচ শেষে নিজের সতীর্থদের উপর হতাশা এবং ক্ষোভ প্রকাশ করেছেন মেসি। ড্রেসিংরুমে যাওয়ার পথেই টানেলে দলের সতীর্থদের উদ্দেশ্যে নিজের মনোভাব প্রকাশ করেন মেসি।

পিবিএ/বাখ

আরও পড়ুন...