বাচ্চা মেয়েটিকে চুমো খাওয়া অজগরের ভিডিও ভাইরাল (ভিডিওসহ)

পিবিএ ডেস্ক: আপনি কি সাপে ভয় পান? এই বাচ্চা মেয়েটি কিন্তু পায় না। শুধু তাই নয়, এই হলুদ রঙের বিশাল সাপটির সঙ্গে খেলতেও তার একটুও ভয় লাগে না। আর সাপটিও প্রিয় বন্ধুর মতো আদর করে মেয়েটির কপালে চুমু দিয়ে যাচ্ছে। এমনই একটি ভিডিয়ো সামনে এসেছে।

যে ভিডিয়োটি সামনে এসেছে, সেখানে দেখা যাচ্ছে, একটি বড় হলুদ রঙের পাইথন। তার কাছেই বসে রয়েছে একটি বাচ্চা মেয়ে। দু’জনে খেলা করছে।খেলতে খেলতেই সাপটি তার মুখ এগিয়ে নিয়ে যায় শিশুটির মুখের দিকে। মুখ এগিয়ে নিয়ে গিয়ে শিশুটির কপালে চুমু খায় সাপটি। শিশুটিও একটুও ভয় না পেয়ে, হাসতে থাকে। বিষয়টি যে তার কাছে বেশ স্বাভাবিক ও মজার লাগছে, তা বোঝাই যাচ্ছে। এমন একটি ভিডিয়ো ভাইরাল হতে সময় নেয়নি। ১২ সেপ্টেম্বর পোস্ট হওয়া ভিডিয়োটি ইতিমধ্যেই এক কোটি ১৯ লক্ষ বার দেখা হয়েছে। সেই সঙ্গে সমানে শেয়ার ও লাইক হচ্ছে।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...