মাদকের ব্যাপারে কোন নেতা সুপারিশ করলে তার নামও র্চাজশিটে ঢুকে দিন: খাদ্যমন্ত্রী

পিবিএ,নওগাঁ: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আমরা কে কোন দল করতাম, কোন নেতাকে বেশি ভালবাসি; সেটা বড় কথা নয়, দেশকে ভালোবাসতে হবে। যার যার অবস্থান থেকে সবাই মিলে নিজ নিজ দায়িত্ব পালন করলে ২০৪১ সাল নয়, ২০৩১ সালের মধ্যেই আমরা কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যাবো।তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ গ্রাম পর্যায়েও পৌঁছে গেছে। নওগাঁর কোন জেলা বা উপজেলা পর্যায়ের নেতা মাদকের ব্যাপারে সুপারিশ করলে তার নামও চার্জশিটে ঢুকে দিবেন।

এসময় তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, ক্লাসে গিয়ে প্রথমে মাদকের বিরুদ্ধে এক মিনিট কথা বলুন। এভাবে প্রতিদিন বললে শিক্ষার্থীরা মাদক থেকে দূরে থাকবে। নওগাঁকে মাদকমুক্ত করার আহবান জানান খাদ্যমন্ত্রী।রোববার সকালে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা চোরাচালান বিরোধী টাস্কফোর্স কমিটির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এসব কথা বলেন।

জেলা প্রশাসক হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া, ১৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদ হাসান, ১৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মাদ মাসুদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান, জেলা শিক্ষা অফিসার মোশাররফ হোসেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক দিদারুল ইসলাম, পিপি আব্দুল খালেকবক্তব্য রাখেন।

পিবিএ/ইউনুস আলী ফাইম/বিএইচ

আরও পড়ুন...