নেইমারের গোলে জয় পেলো পিএসজি

পিবিএ স্পোর্টস ডেস্ক: লীগ ওয়ানের ম্যাচে রাতে জয় পেয়েছে পিএসজি। শেষ মুহূর্তে গোল করে অলিম্পিক লিওর মাঠে প্যারিসকে জেতান নেইমার। ম্যাচের শুরুতেই আক্রমণে যায় স্বাগতিক লিও। কাউন্টার এটাকে এসে ১২ মিনিটে ভালো সুযোগ পেয়েছিল ডি মারিয়া। ডি মারিয়ার শট ফিরিয়ে দেন লিওর গোলকিপার লোপেস। একের পর এক কাউন্টার এটাক চালায় দুদল। লোপেসের অতিমানবীয় দক্ষতায় বেশ কয়েকবার মারিয়া এবং নেইমারের নিশ্চিত গোল জাল ছুঁতে পারেনি। প্রথমার্ধ শেষ হয় ০-০ গোলে।

লিওর ৪ ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে গোল করেন নেইমার দ্বিতীয়ার্ধেও একের পর এক আক্রমণ পাল্টা আক্রমণ হলেও গোল পায়নি কেউই। খেলার ৮৭ মিনিটে জয়সূচক গোলটি করেন নেইমার। চারজন ডিফেন্ডার চারপাশ থেকে আটকে রেখেছিল নেইমারকে। কিন্তু নিজস্ব দক্ষতায় ৪ জনকে বোকা বানিয়ে বাম পায়ের কিকে গোল করেন নেইমার। ৬ ম্যাচে ৫ জয় নিয়ে শীর্ষ স্থান ধরে রেখেছে প্যারিস সেইন্ট জার্মেই । লিওর অবস্থান ৯ নম্বরে।

পিবিএ/বাখ

আরও পড়ুন...