মধ্যবর্তী মূল্যায়ন সম্পর্কিত অবহিতকরণ সভা অনুষ্ঠিত

পিবিএ,কুড়িগ্রাম: কুড়িগ্রামে জেলা বাল্যবিবাহ নিরোধ কমিটির আয়োজনে বিবিজিএফ প্রকল্পের মধ্যবর্তী মূল্যায়নের পদ্ধতি সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীনের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: হাফিজুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিলুফা সুলতানা, আরডিআরএস বাংলাদেশ রংপুর অফিসের ডিরেক্টর ফিল্ড (অপারেশন) হুমায়ুন খালেদ, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র ডিভিশনাল ম্যানেজার আশিষ কুমার বকসী, ওয়ার্ল্ড ব্যাংক ও বাংলাদেশ সরকারের কনসালটেন্ট ড: রশিজ আহমেদ, সাংবাদিক সফি খান প্রমুখ।

এ্যামবাসী অফ সুইডেনের অর্থায়নে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহযোগিতায় কুড়িগ্রাম আরডিআরএস বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি) প্রকল্পের মাধ্যমে কুড়িগ্রামে ৭৩টি ইউনিয়ন ও ৩টি পৌরসভায় কাজ করছে। তারা ৫ বছরের প্রকল্পের মাধ্যমে ১৫ বছরের নীচের শিশুদের বাল্যবিবাহ শূণ্যের কোটায় এবং ১৮ বছরের নীচে শিশুদের বাল্যবিবাহ এক তৃতীয়াংশ কমিয়ে আনার জন্য কার্যক্রম বাস্তবায়ন করছে। প্রকল্পের মধ্যবর্তী মূল্যায়নের জন্য কনসালটেনশন টিম জেলা বাল্যবিবাহ নিরোধ কমিটির সাথে মূল্যায়নের পদ্ধতি সম্পর্কে পেপার উপস্থাপন করেন।

উল্লেখ্য, প্রকল্প থেকে সার্ভের মাধ্যমে কুড়িগ্রাম জেলায় বাল্যবিবাহের জন্য ঝুকিপূর্ণ ১০ হাজার ৩৭১জন ও অধিক ঝুকিপূর্ণ ৩ হাজার ৪জন শিশু চিহ্নিত করা হয়েছে। এসব শিশুর পরিবার, কাজী, ইমাম ও স্থানীয় জনপ্রতিনিধিদেরকে নিয়ে বাল্যবিবাহ নিরোধে ‘বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি)’ প্রকল্প কার্যক্রম পরিচালনা করছে।

পিবিএ/মমিনুল ইসলাম/বিএইচ

আরও পড়ুন...