আবারও আইডি হারালেন পরীমনি

পিবিএ ডেস্ক: খুঁজে পাওয়া যাচ্ছে না পরীমনিকে। তার ভক্তরা হতাশ। রোজ নানা রকম ছবি আর পোস্ট নিয়ে হাজির হন এই চিত্রনায়িকা। কিন্তু হঠাৎ করেই ফেসবুকে উধাও তিনি। কেন? কী হলো? জানা গেছে, ২৩ সেপ্টেম্বর থেকে ফেসুবকে পাওয়া যাচ্ছে না পরীর আইডিটি। কে বা কারা এটি হ্যাক করেছেন।

পরী বলেন, ‘গতকাল রাত থেকে আমি ফেসবুকে ঢুকতে পারছি না। কে বা কারা এ কাজটি করেছে আমি জানি না। বন্ধু ও ভক্তদের মধ্যেও এটা নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে। অনেকেই মনে করছেন আমি হয়তো তাদের আনফ্রেন্ড করেছি। কিন্তু ঘটনা অন্য। আমি নিজেই আইডি খুঁজে পাচ্ছি না।

পরীমনি তার আইডি থেকে কোনো মেসেজ এলে তাতে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছেন সবাইকে। ব্যক্তিগত আইডি না থাকলেও তার ভেরিফায়েড ফ্যানপেজটি অ্যাকটিভ রয়েছে। এর আগেও পরীমনির ফেসবুক আইডি কয়েকবার হ্যাকিংয়ের শিকার হয়েছিল। এদিকে বর্তমানে পরীমনি ‘বিশ্ব সুন্দরী’ সিনেমায় কাজ করছেন। এখানে তার বিপরীতে অভিনয় করছেন ‘পোড়ামন ২’ খ্যাত সিয়াম আহমেদ।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...