প্রবীন সাংবাদিক রফিক বিশ্বাস আর নেই

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,২৪ সেপ্টেম্বর।। পটুয়াখালী কলাপাড়া প্রেসক্লাবের সদস্য প্রবীন সাংবাদিক রফিক উদ্দিন বিশ্বাস আর নেই। সে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যায়। সোমবার রাত তিনটার দিকে পৌরশহরের মাদ্রাসা রোডস্থ তার ছোট ভাইয়ের বাসভবনে শেষ নিঃশ^াস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )।

মঙ্গলবার দুপুর দুইটায় নেছার উদ্দিন সিনিয়র মাদ্রাসা জামে মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে তাকে এতিমখানা কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৮০ বছর। দীর্ঘদিন ধরে সে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী,দুই ছেলে পাঁচ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন বলে পরিবারিক সূত্রে জানা গেছে।

মঙ্গলবার দুপুর ১২ টার দিকে তার দীর্ঘদিনের কর্মস্থল কলাপাড়া প্রেসক্লাবের সামনে আনা হয় মরহুমের কফিন। সেখানে কলাপাড়া প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি ও কুয়াকাটা প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন তার কফিনে পুস্পমাল্য অর্পন করে শেষ শ্রদ্ধা জানান। সে দীর্ঘদিন দৈনিক দেশবাংলা ও দৈনিক প্রভাত সহ একাধীক জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় সুনামের সাথে উপকূলীয় অঞ্চলের খবর সরবরাহ করেছেন।

এদিকে তার মৃতুতে পটুয়াখালীর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মহিবুর রহমান মহিব, কেন্দ্রীয় বি এন পি’র প্রশিক্ষন বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপি’র সভাপতি এবিএম মোশাররফ হোসেন, উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

পিবিএ/উত্তম কুমার হাওলাদার/বিএইচ

আরও পড়ুন...