পিবিএ ডেস্ক: কাশ্মীর ইস্যুতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।সোমবার জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনের আগে নিউইয়র্কে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এরদোগানের সঙ্গে বৈঠকে ইমরান খান অধিকৃত কাশ্মীরের সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরেন। কাশ্মীর বিষয়ে তুরস্ক পাকিস্তানের প্রতি সমর্থন অব্যাহত রাখবে বলে পাক প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন এরদোগান।
তুরস্কের প্রেসিডেন্টর সঙ্গে বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি, অর্থনৈতিক উপদেষ্টা ড. আবদুল হাফিজ শেখ, প্রবাসী পাকিস্তানি বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী জুলফিকার আব্বাস বুখারীও উপস্থিত ছিলেন।
মঙ্গলবার থেকে বিশ্বনেতৃবৃন্দ বসছে জাতিসংঘের সাধারণসভায়। সংস্থাটির ৭৪তম বার্ষিকসভায় সবচেয়ে বেশি গুরুত্ব পাবে বিশ্বশান্তি ও নিরাপত্তার বিষয়টি।
জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মালিহা লোধি বলেছেন, এবারের সাধারণসভায় পাকিস্তানের মূল এজেন্ডা হচ্ছে কাশ্মীর ইস্যু।
পিবিএ/ইকে