খাগড়াছড়িতে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক আজমকে গ্রেফতার

পিবিএ, খাগড়াছড়ি: ডিজিটাল নিরাপত্তা আইনের’ এর মামলায় খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন সভাপতি সাংবাদিক নুরুল আজমকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে শহরের খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ের নীচ থেকে তাকে আটক করা হয়। আটকের পর বিকেলে তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সেজুতি জান্নাত পরবর্তী শুনানীর দিন ধার্য্য করে সাংবাদিক নুরুল আজমকে হাজতে প্রেরণ করেন।

খাগড়াছড়ির সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওনক আলম জানান, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকার আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের অভিযোগে দুপুরে ওই শিক্ষিকা নিজেই বাদী হয়ে সাংবাদিক নুরুল আজমের নামে মামলাদায়ের করেন। মামলা দায়েরের পরপরই তাকে গ্রেফতার করা হয়। সাংবাদিক নুরুল আজমের স্ত্রী ফারজানা আজম জানান, পূর্ব শত্রুতার জেরে সাংবাদিক জীতেন বড়ুয়া তার স্ত্রীকে দিয়ে হয়রানি করার লক্ষ্যে
অভিযোগ দায়ের করেছে। আমরা পরিবারের পক্ষ থেকে এঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি।

খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি সৈকত দেওয়ান এবং সাধারণ সম্পাদক কানন আচার্য এঘটনার নিন্দা জানিয়ে বলেন, মামলা দায়ের মাত্র আধঘন্টার মধ্যে কোন প্রকার তদন্ত ছাড়া অফিসের সামনে থেকে জোরপূর্বক তুলে নেওয়ার ঘটনায় সাংবাদিকরা শঙ্কিত। আমরা প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রীর কাছে এঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি। এ ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়ে অবিলম্বে তাঁর মুক্তি জানিয়েছেন খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন ও রামগড় উপজেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন।

উল্লেখ্য, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন সভাপতি নুরুল আজম ‘বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’ ও এসএটিভি’র খাগড়াছড়ি প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। এছাড়া তিনি খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

পিবিএ/এন/জেডআই

আরও পড়ুন...