রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১১ ভূয়া শিক্ষার্থী আটক

পিবিএ,রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় সাক্ষাৎকার ও ভর্তি হতে আসা আরো ৩ ভূয়া শিক্ষার্থীকে পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আটক শিক্ষার্থীরা হলেন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ২য় স্থান অধিকারকারী ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার মোস্তাফিজুর রহমান, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ২য় স্থান অধিকারকারী সিরাজগঞ্জ জেলার মাহিদুল ইসলাম রিদুল, একই অনুষদের ৬ষ্ঠ স্থান অধিকারকারী টাঙ্গাইল জেলার রেজাউল করিম।
বৃহস্পতিবার (১০ জানুয়ারী) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সাক্ষাৎকার ও ভর্তি চলাকালীন সময়ে ভূয়া শিক্ষার্থী সন্দেহে তাদেরকে আটক করা হয়। পরে অপরাধ স্বীকার করায় ৩ জনকে মেট্রোপলিটন তাজহাট থানায় পাঠানো হয়েছে।
এরআগে বুধবার সাক্ষাৎকারের প্রথম দিনে আট ভূয়া শিক্ষার্থীকে জালিয়াত সন্দেহে বিশ্ববিদ্যালয় প্রশাসন আটক করেছিল। এনিয়ে দুই মোট এগারো ভূয়া শিক্ষার্থী আটক হয়েছে। এসব শিক্ষার্থীদের মধ্যে ভর্তি পরীক্ষায় মেধা তালিকার শীর্ষ স্থান পাওয়া শিক্ষার্থীরা রয়েছে।
প্রথমদিন আটককৃত শিক্ষার্থীরা হলেন, সামাজিক বিজ্ঞান অনুষদের বিভিন্ন শিফটে মেধা তালিকায় ১ম স্থান অধিকারকারী নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মারুফ হাসান, একই অনুষদের ২য় স্থান অধিকারকারী গাজীপুরের শ্রীপুর উপজেলার রাকিবুল ইসলাম শান, ৩য় স্থান অধিকারকারী গাজীপুরের কাপাশিয়া উপজেলার এস এম নাইম, ৬ষ্ঠ স্থান অধিকারকারী টাঙ্গাইল সদরের শোয়েব হাসান, ৯ম স্থান অধিকারকারী টাঙ্গাইল গোডাউন বাজারের শাহরিয়ার ইসলাম, ৩৮তম স্থান অধিকারকারী শেরপুরের মধ্যশ্রেরীর রাহাত মজুমদার এবং ভূগোল ও পরিবেশ বিজ্ঞান অনুষদের ২য় স্থান অধিকারকারী ঠাকুরগাঁওয়ের গোয়ালপাড়ার শাফিন আহমেদ।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আবু কালাম মো. ফরিদ উল ইসলাম বলেন, ‘আটক শিক্ষার্থীদের জালিয়াতি প্রমাণ পাওয়ায় তাদের পুলশে সোপর্দ করা হয়েছে।’
আটকের কারণ জানতে চাইলে প্রক্টর আরো জানান, সাক্ষাৎকারে কথাবার্তায় অসঙ্গতি, স্বাক্ষরে অমিল এবং সাক্ষাৎকার দিতে আসা শিক্ষার্থীর সঙ্গে প্রবেশপত্রের ছবির মিল না থাকায় তাদের জিজ্ঞাসাবাদ করে সাক্ষাৎকার বোর্ডের সদস্যরা। পরে তারা জালিয়াতির বিষয় স্বীকার করলে তাদের পুলিশে সোপর্দ করা হয়।’
বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মুহিব্বুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি দুইদিনে মোট ১১ জনকে শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, গত বছরের ২ থেকে ৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়টির ছয়টি অনুষদের অধীন ২১টি বিভাগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পিবিএ/ইএইচকে

আরও পড়ুন...