পিবিএ,ঢাকা: কাতার বিশ্বকাপ এবং এএফসি ২০২৩ এর যুগ্ম বাছাইয়ের জন্য ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এই ২৬ জন সদস্য নিয়ে আজ থেকে আবারও অনুশীলন শুরু করবে জেমি ডে।
কাতার বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে শক্তিশালী আফগানিস্তানের কাছে ১-০ তে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় রাউন্ডে আগামী ১০ অক্টোবর কাতারের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ১৫ অক্টোবর ঢাকায় বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।
বাংলাদেশ দলের ২৬ সদস্যের স্কোয়াডে যারা জায়গা পেয়েছেন
গোলকিপার
আশরাফুল ইসলাম রানা
শহিদুল আলম
আনিসুর রহমান
পাপ্পু আহমেদ
ডিফেন্ডার
সুশান্ত ত্রিপুরা
টুটুল হোসেন বাদশা
বিশ্বনাথ ঘোষ
রহমত মিয়া
ইয়াসিন খান
রিয়াদুল হাসান
ইয়াসিন আরাফাত
মনজুরুর রহমান
মিডফিল্ডার
বিপলু আহমেদ
মাশুক মিয়া জনি
জামাল ভুঁইয়া (অধিনায়ক)
সোহেল রানা
মোহাম্মদ ইব্রাহিম
তওহিদুল আলম সবুজ
মামুনুল ইসলাম
রবিউল হাসান
আরিফুর রহমান
ফরোয়ার্ড
মতিন মিয়া
সাদ উদ্দিন
নাবিব নেওয়াজ জীবন
মাহবুবুর রহমান
জুয়েল রানা
পিবিএ/ইকে