পাদ্রীর বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ

পিবিএ ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ এক পাদ্রীর বিরুদ্ধে। যে বাচ্চা মেয়েটি এমন নৃশংসতার শিকার সে ওই পাদ্রীর গ্রুপেই চার্চে প্রার্থনা করতে আসত। জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে গত জানুয়ারি মাসে।

অভিযুক্ত গেইথার্সবার্গের বাসিন্দা ৪২ বছরের অক্টাভিয়ো স্যান্টারেরো। জানা গিয়েছে, ওই পাদ্রী মেয়েটির ভিতরে শয়তান রয়েছে বলে দাবি করে। সেই শয়তানই তাকে ওই মেয়েটিকে ধর্ষণ করতে বাধ্য করে বলে আদালতে দাবি করে সে। সূত্রের খবর, আদালত তাকে ধর্ষণ ও নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত বলে রায় দিয়েছে।

ঘটনাটি ঘটেছে পেন্টেকোস্টালে প্রিন্সিপ দে পাজ চার্চে। সেখানকারই পাদ্রী অভিযুক্ত। মন্টগোমারি পুলিশ জানিয়েছে, প্রথমে মেয়েটি একা থাকার জন্য খুবই ছোট বলে দাবি করে ধর্ষণ করেছিল পাদ্রী। একটি ঘরের ব্যবস্থা করে রাতে একসঙ্গেই ছিল তারা। মেয়েটির দাবি, এক রাতে ঘুম ভাঙার পর সে দেখতে পায় পাদ্রী তাকে জোর করে ধর্ষণের চেষ্টা করছে।

পুলিশ জানতে পেরেছে, এমন একাধিক বার করেছে ওই পাদ্রী। পরে মেয়েটির পোশাক, খাবার ও স্কুলের পড়াশোনার দায়িত্ব নিয়েছিল সে। যদিও এর পরই তাকে ধর্ষণ করে ওই পাদ্রী।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...