এরিককে যারা আটকে রেখেছে তাদের ওপর খোদার গজব পড়বে: বিদিশা (ভিডিওসহ)

জিসাদ ইকবাল,পিবিএ,ঢাকা: যারা এরিককে আটকে রেখে ফায়দা লুটতে চায় আমি বেঁচে থাকতে তা কখনোই হবে না। বরং যারা এরিককে আটকে রেখে আমার কাছ থেকে দূরে রেখেছে তাদের ওপর খোদার গজব পড়বে। একজন মা হিসেবে এভাবেই নিজের অবচেতন মনে বার্তা সংস্থা পিবিএ (প্রেস বাংলা এজেন্সি) এর সাথে ক্ষোভের কথা প্রকাশ করেন হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী, এরিক এরশাদের মা বিদিশা সিদ্দিক। পিবিএ’র সাথে ধারাবাহিক স্বাক্ষাতকারে আজ নিজের সন্তান এরিক এরশাদ সম্পর্কে কথা বলেন বিদিশা। সন্তানের কথা বলতে গিয়ে অনেকটা আবেগ আপ্লুত হয়ে পরেন তিনি।

এরিক এরশাদ কেমন আছে তার কাছে জানতে চাইলে তিনি বলেন, এরিক কেমন আছে সেটা বলতে পারবে যারা তাকে আটকে রেখেছে তারাই। আমি পিবিএ’র মাধ্যমে এরিকের খবর জানতে চাই। সারাদেশের মানুষ জানে তারা এরিককে আটকে রেখেছে। তারা এরিককে আটকে রেখে ফায়দা লুটছে, রাজনীতি করছে। একটা সময় আসবে যারা এরিককে নিয়ে রাজনীতি করেছে তাদের রাজনীতিই থাকবে না। মা-ছেলের সম্পর্ক কেউ আটকাতে পারবে না। বরং যারা এর মাঝে ঢুকছে তারা ভুল করছে। তাদেরও সন্তান আছে। যারা এরিককে আটকে রেখে মা-সন্তানকে আলাদা করতে চাইলে তাদের ওপর খোদার গজব পড়বে।

https://www.facebook.com/sangbadik.net/videos/2335914113172615/?t=164

বিদিশা বলেন, এরিক স্পেশাল চাইল্ড তাই অনেক কিছু বুঝে না, আবার অনেক কিছু বেশি বুঝে। বিশেষ করে রাজনীতিটা অনেক ভালো বুঝে। বাবার হাত ধরে রংপুরের মানুষের খুব কাছে ছিলো এরিক। রংপুরের প্রতিটি নেতার নাম মোবাইল নম্বর পর্যন্ত এরিকের মুখস্থ রয়েছে। এরিক খুব মেধা সম্পর্ণ ছেলে। এরিককে নিয়ে যারা রাজনৈতিক ফায়দা লুটতে চায় আমি বেঁচে থাকতে তা তারা করতে পারবে না।

তিনি আরো বলেন, এরিক হলো স্পেশাল চাইল্ড তাই তাকে যা শিখিয়ে দেয়া হবে তাই সে বলতে থাকবে। তাকে যদি ভয় দেখানো বলা হয় তুমি তোমার মায়ের সাথে কথা বলবে না তাহলে সে তাই করবে। যারা এরিককে আটকে রেখেছে তাদের ইনকাম এরিককে নিয়েই । যেহেতু এরিকের বাবা একটি ট্রাস্ট করে রেখেছে । সেই ট্রাস্ট থেকে মাসে মাসে বড় একটা ইনকাম আসে। তারা এই ইনকামটা তাদের নিজের কাজে লাগাচ্ছে। তারা তাদের নিজেদের সন্তানদের কাছে লাগাচ্ছে হয় তো।

যেহেতু এরিক একজন স্পেশাল চাইল্ড তাই সে ভালো মন্দ বুঝে না, কোন ব্রান্ড চিনে না। এরিকের পেছনে খরচ খুবই কম । তাকে যদি কেউ একটি চিকেন বার্গার দিয়ে রাখে তাতে সে খুশি হয়ে থাকবে।

পিবিএ/বাখ

আরও পড়ুন...