ক্যাসিনো : প্রশাসনের ব্যর্থতা ও নির্লিপ্ততায় ১৪ দলের নিন্দা

পিবিএ,ঢাকা: কিছু রাজনৈতিক কর্মী দুর্বৃত্তে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন রাজনৈতিক জোট ১৪ দল। সেই সঙ্গে ঢাকা শহরে প্রশাসনের নাকের ডগায় অবৈধ জুয়া আর ক্যাসিনো গড়ে ওঠায় প্রশাসনের ব্যর্থতা ও নির্লিপ্ততায় নিন্দা জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের সভায় এসব কথা বলেন ১৪ দলের নেতারা। এসময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম সাংবাদিকদের বলেন: কিছু রাজনৈতিক কর্মী দুর্বৃত্তে পরিণত হয়েছে। আমরা বিস্মিত হয়েছি, দুঃখ পেয়েছি। আমরা আরও বিস্মিত হয়েছি, ঢাকা শহরে প্রশাসনের নাকের ডগায় কীভাবে অবৈধ ক্যাসিনোর কাজগুলো সম্পন্ন হয়েছে। প্রশাসনের ব্যর্থতা ও নির্লিপ্ততার জন্য নিন্দা করছি।

তিনি বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ করবো। কোনো দুর্বৃত্তকে যাতে আশ্রয়-প্রশ্রয় দেয়া না হয়। প্রশাসনের মধ্যেও দুর্নীতিকে আশ্রয়-প্রশ্রয় দেয়ায় আমরা নিন্দা জানাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বলেন: দেশের দুর্নীতি, সামাজিক অপরাধসহ সাম্প্রতিককালে ক্যাসিনো সংক্রান্ত বিষয়ে যে সকল অভিযানের নির্দেশ দিয়েছে। ১৪ দল সম্পূর্ণভাবে সে অভিযানকে সমর্থন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদক্ষেপকে সমর্থন করে। ১৪ দল মনে করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালিত হচ্ছে৷ অতীতেও ১৪ দল শেখ হাসিনার পদক্ষেপকে সমর্থন দিয়েছে।

সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী বলেন: সমাজের যে কোনো অসংগতি, সমাজের কোনো বিচ্যুতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য আমরা বারবার বলে আসছি। আমরা আনন্দিত হয়েছি, সাহসী প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন।

তিনি আরও বলেন, অভিযানের পরিস্থিতিতে কোনো অশুভ শক্তি যাতে ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে, এজন্য আমাদের নিবেদিত কর্মীরা সংগঠিত থাকবেন, সতর্ক থাকবেন। এই লড়াইয়ে আমরা অবশ্যই জয় লাভ করতে চাই।

এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির সভাপতি ডা. শাহাদাৎ হোসেনসহ অনেকে।

পিবিএ/বাখ

আরও পড়ুন...