পিবিএ ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি জাতিসংঘে দেয়া ভাষণে বলেছেন, নিষেধাজ্ঞার মুখে আলোচনার প্রস্তাবে তার দেশ সাড়া দেবে না। তিনি আরো বলেছেন, “যে শত্রু নিষেধাজ্ঞা, চাপপ্রয়োগ ও দারিদ্রের অস্ত্র দিয়ে ইরানকে আত্মসমর্পনে বাধ্য করতে চায় তার সঙ্গে আলোচনার প্রশ্নই ওঠে না।”
গতকাল বুধবার নিউইয়র্কে জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনের অবকাশে সংস্থাটির মহাসচিব এন্তোনিও গুতেরেসের সঙ্গে এক বৈঠকে এসব মন্তব্য করেন তিনি। ইরানের বিরুদ্ধে আমেরিকার কঠোর অর্থনৈতিক চাপ এবং নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে প্রেসিডেন্ট রুহানি বলেন, “একটি আগ্রাসী সরকার একটি পুরো জাতির বিরুদ্ধে অপরাধযজ্ঞ চালিয়ে আসছে। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে এ ক্ষেত্রে জাতিসংঘ মুখে কুলুপ এঁটে বসে আছে। এই লজ্জা ইতিহাসে লিপিবদ্ধ হয়ে থাকবে।” তবে ইরানি জাতি অতীতের মতোই এসব সমস্যা মোকাবেলা করবে বলেও দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এছাড়া ফিলিস্তিন, সিরিয়া, লেবানন এবং ইরাকি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের অপরাধযজ্ঞের বিষয়ে নিরব ভূমিকা পালন করার জন্য জাতিসংঘের নিন্দা জানিয়েছেন তিনি। প্রেসিডেন্ট রুহানি বলেন, সিরিয়া এবং ইয়েমেনের চলমান সংকট নিরসনের লক্ষ্যে জাতিসংঘের সঙ্গে গঠনমূলক ভূমিকা পালন করতে ইরান সবসময় প্রস্তুত আছে। পারস্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সহযোগিতার মাধ্যমে এ অঞ্চলে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য তেহরান ‘হোপ’ নামে যে প্রস্তাব দিয়েছে সে বিষয়েও উল্লেখ করেন রুহানি। তিনি বলেন, এ ধরনের নতুন এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপের বিষয়ে জাতিসংঘের অবদান অনেক প্রয়োজন।
পিবিএ/ইকে