পিবিএ ডেস্ক: মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছাকৃত, মর্যাদাসম্পন্ন ও টেকসই প্রত্যাবাসনের পরিস্থিতি এখনো তৈরি হয়নি বলে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্ক, নরওয়ে, সুইডেন ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতরা।
তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য মিয়ানমারে যথোপযুক্ত পরিবেশ তৈরিতে যৌথভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। ২৫ ও ২৬ সেপ্টেম্বর শিবিরগুলো পরিদর্শনের পর এক বিবৃতিতে এমনটা জানান তারা।
সুইডেনের দূতাবাস থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারের শরণার্থী শিবিরিগুলোয় নিরাপদ পরিস্থিতি নিশ্চিত রাখতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন চার দেশের রাষ্ট্রদূতরা।
তারা বলেছে, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের নিরাপত্তা ও মর্যাদার প্রয়োজন রয়েছে। এজন্য শিবিরগুলোয় সর্বদা নিরাপত্তা পরিস্থিতি নিশ্চিত রাখতে হবে। যাতে শরণার্থী ও স্থানীয়রা সবসময় নিরাপদ অনুভব করে।
রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশ সরকার ও স্থানীয়দের মানবিক ও অন্যান্য সহায়তার প্রশংসা করেছেন রাষ্ট্রদূতরা। পাশাপাশি শিবিরগুলোয় সক্রিয় মানবিক সংস্থাগুলোর অসাধারণ কাজের প্রশংসা করেছেন তারা। বলেছেন, জাতিসংঘ, আন্তর্জাতিক এনজিও, এনজিওর মাধ্যমে এই সংকট মোকাবিলায় বাংলাদেশ সরকার, স্থানীয় ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ভ’মিকা এই সংকট মোকাবিলায় মুখ্য ভ’মিকা পালন করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘের সংস্থা, এনজিও ও আন্তর্জাতিক এনজিওগুলো কক্সবাজারের শিবিরগুলোয় রোহিঙ্গাদের দুর্দশা লাঘবের পাশাপাশি স্থানীয়দেরও সহায়তা করে যাচ্ছে।
রাষ্ট্রদূতরা বলেন, আমরা বাংলাদেশ সরকারকে মানবিক সংগঠনগুলোর সঙ্গে মিলে শিবিরগুলোয় মানবিক কাজকর্ম বজায় রাখার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি শিবিরগুলোয় মুক্ত ও নির্ঝঞ্ঝাট উপায়ে ও নিরাপদ পরিবেশ বজায় রেখে কাজ করার আহ্বান জানাচ্ছি।
পিবিএ/ইকে