আজ জাতিসংঘে ভাষণ দিবেন সাকিব

পিবিএ ডেস্ক: ত্রিদেশীয় সিরিজের ব্যস্ততা সেরেই ইউনিসেফের একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে গতকাল যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন টাইগার টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। জানা গেছে, সেখানে যোগ দিবেন তিনি। এরপর সিপিএলে খেলতে যাবেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।

বেশ কয়েকবছর থেকেই ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্ব পালন করে আসছেন সাকিব। তারই ধারাবাহিকতায় আজ একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিবেন তিনি। আর সেই অনুষ্ঠানটি হবে জাতিসংঘে। যেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও উপস্থিত থাকবেন।

এ ব্যাপারে গতকাল দেশ ছাড়ার আগে বেসরকারি গণমাধ্যম যমুনা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেন,‘অনেকেই জানে না যে ইউনিসেফের তরফ থেকে জাতিসংঘের একটি সভায় আমি যোগ দিতে যাচ্ছি। সেখানে মাননীয় প্রধানমন্ত্রীও থাকবেন। সভায় আমাকে একটা বক্তব্যও রাখতে হবে। বাংলাদেশকে এমন একটি পর্যায়ে প্রতিনিধিত্ব করার সুযোগ আসলে আমি খুবই বিশেষ কিছু অনুভব করি।’

উল্লেখ্য, এই কনফারেন্স শেষেই ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে বার্বাডোজের হয়ে খেলতে উড়াল দিবেন সাকিব। আজই বার্বাডোজের জার্সি গায়ে তাকে মাঠে দেখা যেতে পারে। আজ ভোর চারটায় ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে বার্বাডোজ ট্রাইডেন্টস।

পিবিএ/ইকে

আরও পড়ুন...