বার্সার ৩০০ ইউরো জরিমানা

পিবিএ ডেস্ক: বার্সেলোনাকে ৩০০ ইউরো জরিমানা করেছে স্প্যানিশ লা লীগা কর্তৃপক্ষ। গ্রীজম্যানের দলবদল নিয়ে এটলেটিকোর আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় এই অর্থদন্ড করা হলো কাতালান ক্লাবটিকে।

এটলেটিকো মাদ্রিদের খেলোয়াড় থাকাকালীন সময়েই গ্রীজম্যানের সাথে চুক্তির ব্যাপারে সবকিছু চুড়ান্ত করে ফেলায় বার্সাকে এবার ৩০০ ইউরো জরিমানা করেছে স্প্যানিশ লা লীগা কর্তৃপক্ষ।

এটলেটিকো থেকে ১২০ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সায় যোগ দেন ফরাসী তারকা গ্রীজম্যান। যদিও রিলিজ ক্লজ পরিশোধের পরই মাদ্রিদের ক্লাবটি অভিযোগ জানায় অনেক আগে থেকেই বার্সার সাথে চুক্তি সম্পন্ন করেন গ্রীজম্যান।

মূলত রিলিজ ক্লজ কমানোর উদ্দেশ্যেই এমনটা করেছিলো বার্সেলোনা। ২০০ মিলিয়ন ইউরো থেকে ১২০ মিলিয়নে নামার সাথে সাথেই গ্রীজম্যানকে নিজেদের দলে ভেড়ানোর ঘোষণা দেয় বার্সেলোনা।

পিবিএ/ইকে

আরও পড়ুন...