পিবিএ ডেস্ক: ক্রিকেটকে আরো বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে প্রথমবারের মতো ফেইবুকের সাথে চার বছরের চুক্তি করেছে আইসিসি। ২০২৩ সাল পর্যন্ত এ চুক্তিতে আইসিসির বিভিন্ন কন্টেন্ট ছড়িয়ে দিবে ফেইসবুক।
এ চুক্তি অনুযায়ী ২০২০ সালের নারীও পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৩ সালের নারী ও পুরুষ ক্রিকেট বিশ্বকাপ এবং আইসিসির বিভিন্ন ইভেন্টের হাইলাইটস, ভিডিও ক্লিপ প্রচার করবে ফেইসবুক।
বৃহস্পতিবার চুক্তি সম্পাদনের পর বিবৃতিতে এমনই বলেছেন আইসিসির প্রধান নির্বাহী মনু শ্বনি। ‘প্রথমবারের মতো ফেসবুককে আমাদের বৈশ্বিক ক্রিকেট পরিবারের অংশ করতে পারায় আমরা আনন্দিত। বিশ্বের অন্যতম নন্দিত খেলাটিকে বৃহৎ এক প্লাটফর্মের অংশ করতে পারায় ভবিষ্যতে খেলাটির পরিসর আরও বৃদ্ধি পাবে বলে আমাদের বিশ্বাস।’
পিবিএ/ ইকে