ইতিহাসের দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন ডুমিনি

পিবিএ ডেস্ক: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএলের ইতিহাসের দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান জেপি ডুমিনি।

গতকাল ডুমিনি মাত্র ১৫ বলে অর্ধশতক হাঁকান যার মধ্যে ৭ ছক্কা ও ৪ চারের মার রয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে ব্রিজটাউনের কেনিংসটন ওভালে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে খেলতে নামে ডুমিনির বার্বাডোজ ট্র্রাইডেন্টস। টসে জিতে আগে ব্যাটিংয়ে নামা বার্বাডোজ দলীয় ১১০ রানের মাথায় প্রথম উইকেট হারায়।

এ সময় ব্যাট করতে ক্রিজে আসেন জেপি ডুমিনি। ক্রিজে পা রেখেই তিনি ঝড়ো ইনিংস খেলা শুরু করেন। এতটাই ঝড়ো ইনিংস যে মাত্র ১৫ বলে ফিফটি পূরণ করেন ডুমিনি। যা কি না সিপিএলের ইতিহাসে দ্রুততম ফিফটির রেকর্ড।

আউট হওয়ার আগ পর্যন্ত মাত্র ২০ বল খেলে ৬৫ রানের ইনিংস খেলেন ডুমিনি। এর মধ্যে ৭টি ছক্কা ও ৪টি চার হাঁকান।

উল্লেখ্য, এর আগে দ্রুততম ফিফটির রেকর্ড করেছিলেন এভিন লুইস। চলতি আসরেই তিনি এ রেকর্ড করেছিলেন ১৭ বলে।

পিবিএ/ইকে

আরও পড়ুন...