পিবিএ ডেস্ক: লিবিয়ার দক্ষিণাঞ্চলে মার্কিন বিমান হামলায় ১৭ জন নিহত হয়েছেন । শুক্রবার (২৭ সেপ্টেম্বর) মার্কিন বাহিনী এক বিবৃতিতে এই কথা জানিয়েছেন। তবে নিহত সবাই জঙ্গি ছিলেন বলে ধারণা করছেন তারা।
আফ্রিকায় নিযুক্ত মার্কিন বাহিনীর কমান্ডো বলেন, বৃহস্পতিবারের (২৬ সেপ্টেম্বর) হামলায় সন্দেহভাজন ১৭ দায়েশ জঙ্গি নিহত হয়েছে। তবে কোথায় বিমান হামলা করা হয়েছে তা নিদিষ্ট করে বলেননি তিনি। হামলায় কোন বেসামরিক নাগরিকের ক্ষতি হয়নি বলে দাবি করা হয়।
উল্লেখ্য, একই মাসে লিবিয়ায় মার্কিন বাহিনীর তৃতীয় বিমান হামলা এটি। এর আগে গত মঙ্গলবারের হামলায় ১১ জন নিহত এবং ১৯ সেপ্টেম্বরের হামলায় ৮ জন নিহত হয়। তবে নিহতের সবাই সন্দেহভাজন দায়েশ জঙ্গি বলে দাবি করছে মার্কিন বাহিনী।
পিবিএ/এমএসএম