পিবিএ ডেস্ক: ‘মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্মম নির্যাতন ও হত্যাযজ্ঞ করেছে, গোটা বিশ্বের চোখের সামনে মিয়ানমারের মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। ‘ বলেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ।
মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর দেশটির সরকারি বাহিনী গত কয়েক দশক ধরে হত্যা-নির্যাতন চালিয়ে আসলেও গত ২০১৭ সালের ২৫শে আগস্ট থেকে তা নতুন মাত্রা পেয়েছে।
নতুনকরে বর্বরতার কারণে প্রায় আট লাখ রোহিঙ্গা উদ্বাস্তু প্রাণভয়ে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস ওয়াচ’ অত্যাধুনিক স্যাটেলাইট তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এর আগে জানিয়েছে, রাখাইনে মুসলিম গ্রামগুলোকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে।
পিবিএ/জেডআই