২০১৯ এর ক্যালেন্ডার হুবহু ১৮৯৫ এর মতো!

পিবিএ,ডেস্ক: পুরনো বছরের শতাব্দী প্রাচীন ক্যালেন্ডারও হুবহু মিলে যায় চলতি বছরের ক্যালেন্ডারের সঙ্গে। ইতিহাসের পুনরাবৃত্তি হয়তো এই ভাবেই হয়ে থাকে। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে আলোচনা ।

সোশ্যাল মিডিয়ায় সরগমে চলছে ১৮৯৫ সালের ক্যালেন্ডার। ২০১৯ সালের ক্যালেন্ডার একদমই ১৮৯৫ সালের দিনক্ষণ মেনে চলছে।

জানা যাচ্ছে যে, এটাই প্রথম বারের জন্য নয়। গত ১২৩ বছরে ১৩ বার বার্ষিক ক্যালেন্ডার সমান হয়েছে এমন দেখা গিয়েছে। এই চক্রাকার পদ্ধতিতে একটি নির্দিষ্ট সময়ের পরে বিগত কোনও বছরের ক্যালেন্ডারের পুনরাবৃত্তি হয়ে থাকে।

তেমনই একটি বছর হল ২০১৯। এটি ‘যমজ’ বা ‘অনুরূপ’ বছরও বলা হচ্ছে। ২০১৯ এর ক্যালেন্ডারের সাথে কোন পার্থক্যই নেই ১৮৯৫ সালের । দু’টি ক্যালেন্ডারেই বছর শুরু হচ্ছে মঙ্গলবারে এবং শেষও হচ্ছে মঙ্গলবারেই।

পিবিএ/এফএস

আরও পড়ুন...