পিবিএ ডেস্ক: ভারতীয় গণমাধ্যমে কলকাতার বিভিন্ন স্থানে সুজিত ও মিথিলার একসঙ্গে ঘোরার ছবি প্রকাশ করা হয়। সে সময় তাদের মধ্যকার সম্পর্কের কথা গুঞ্জন বলে উড়িয়ে দেন মিথিলা। সৃজিত যেহেতু একজন ‘অ্যালিজিবল ব্যাচেলর’, তাই এসব কথা ছড়ানো হচ্ছে বলে দাবি করেন তিনি।
তবে সে ঘটনার বেশ কয়েকমাস পর আবারও নতুন করে ডানা বাধা শুরু করেছে মিথিলা ও সৃজিতের প্রেমকাহিনী। এবার সৃজিতের জন্মদিনে মিথিলাকে কেক কাটতে দেখা গিয়েছে। সেই ছবি ইতোমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গত ২৩ সেপ্টেম্বর সৃজিতের জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিথিলা।
মিথিলার খালাতো ভাই ও গায়ক অর্ণবের একটি মিউজিক ভিডিওতে অভিনয়ের সূত্রে মিথিলার সঙ্গে পরিচয় হয় সৃজিতের। এরপর মিথিলাকে নিয়ে ঘোরাঘুরি ও বেশকিছু পার্টিতে অংশ নিতে দেখা যায় তাকে। সৃজিতের জন্মদিনে মিথিলার উপস্থিতির ফলে তাদের বিয়ে নিয়ে আবারও গুঞ্জন ছড়িয়েছে।
পিবিএ/বিএইচ