গার্মেন্টস শিল্পে রফতানি ১০০ কোটি ডলার

পিবিএ,ঢাকা: দেশের গার্মেন্টস অ্যাকসেসরিজ ও প্যাকেজিং শিল্পের প্রবৃদ্ধি ছিল প্রায় ৮ দশমিক ৫ শতাংশ। আগে দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, চীন থেকে প্যাকেজিং পণ্য আমদানি করতে হতো। বর্তমানে দেশের চাহিদা মিটিয়ে উল্টো ১০০ কোটি ডলারের পণ্য বিদেশে রফতানি করা হচ্ছে।

বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএপিএমইএ) সভাপতি আব্দুল কাদের খান বলেন, দেশে সব ধরনের কমপ্লায়েন্স মেনেই নতুন নতুন কারখানা গড়ে উঠছে। পুরনোরাও যেন এ পদ্ধতি অনুসরণ করতে পারে, সেজন্য সরকারের পক্ষ থেকে স্বল্প সুদে দীর্ঘমেয়াদি ঋণ সুবিধার দাবি জানাচ্ছি।

যেসব কারখানা কমপ্লায়েন্সের আওতায় নেই, তাদের জন্য একটি তহবিলের ব্যবস্থা করা উচিত। এ শিল্পের বিকাশের জন্য রফতানির বিপরীতে নগদ সহায়তা প্রদানের দাবি জানান তিনি। এছাড়া ইউটিলাইজেশন পারমিশনের জন্য রাজস্ব বোর্ডের নিয়ম সহজ করার কথাও বলেন তিনি।

পিবিএ/এফএস

আরও পড়ুন...