দেশ ও জাতির স্বার্থে কাজ করবে জাতীয় পার্টি : জি.এম. কাদের

 

পিবিএ,ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং সোনার বাংলা গড়ার জন্য এইচ এম এরশাদ যে কাজের পরিকল্পনা করেছিলেন, তারই অসমাপ্ত কাজ দেশ ও জাতির স্বার্থে জাতীয় পার্টি করবে।

শনিবার জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ের জাতীয় মুক্তিযোদ্ধা প্রজন্ম পার্টির পক্ষ থেকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। দলের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় জি এম কাদেরকে এ সংবর্ধনা দেওয়া হয়। মুক্তিযোদ্ধা প্রজন্ম পার্টির আহ্বায়ক ডা. আজিজুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব আল আমিন মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলের চীফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি, প্রেসিডিয়াম সদস্য সালমা ইসলাম এমপি, রেজাউল ইসলাম ভূঁইয়া, সংগঠনের যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম মিন্টু, এ্যাড. আলতাফ হোসেন, ইউসুফ চৌধুরী, শরিফুল ইসলাম শরিফ প্রমুখ বক্তৃতা করেন। এ সময় প্রেসিডিয়াম সদস্য নাজমা আখতার এমপি, উপদেষ্টা নুরুল আজহার, ভাইস চেয়ারম্যান নিগার রানী সুলতানা, আহসান আদেলুর রহমান এমপি, যুগ্ম মহাসচিব শেখ আলমগীর হোসেন, সুলতান আহমেদ সেলিম, ইসহাক ভূঁইয়া, এম.এ. রাজ্জাক খান, আবুল খায়ের, মুক্তিযোদ্ধা প্রজন্ম পার্টির মর্তুজা আলম বুলবুল, মোজাম্মেল হক, ওয়াজ আল করণ, সিদ্দিকুর রহমান, জামাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

জি এম কাদের বলেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছিলেন মুক্তিযোদ্ধারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান। পল্লীবন্ধু মুক্তিযোদ্ধাদের এই সম্মানে ভূষিত করেন এবং এক টাকা নামকাওয়াস্তে বিভিন্ন জেলায় মুক্তিযোদ্ধাদের জন্য অফিস তৈরি করার স্থান দিয়েছিলেন। তিনি মুক্তিযোদ্ধাদের জন্য কল্যাণ ট্রাস্ট ও বিভিন্ন অর্থনৈতিক সুযোগ-সুবিধাও দিয়েছিলেন।

পিবিএ/ইকে

আরও পড়ুন...