পিবিএ ডেস্ক: জরুরি অবস্থা জারির পর থেকে জম্মু-কাশ্মিরের অন্তত ১৩ হাজার কিশোরকে তুলে নিয়ে গেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। মুসলিম উইমেন্স ফোরাম নামের একটি মানবাধিকার সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে এমন চিত্র। আটককৃত কিশোরদের বেশিরভাগের বয়স ১৪-১৫ বছর।
দিল্লির প্রেসক্লাবে প্রকাশিত ‘উইমেন্স ভয়েস: ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট অন কাশ্মির’ শীর্ষক প্রতিবেদনটিতে বলা হয়, নিরাপত্তা বাহিনীর হেফাজতে নির্যাতনের শিকার হয়েছে এসব কিশোর। সম্প্রতি কাশ্মির উপত্যকায় সফর করেন সংগঠনটির পাঁচ নারী সদস্য। তারা জানান, বিক্ষোভ দমনের নামে কিশোরদের আটক করছে সেনাবাহিনী। অনেক ক্ষেত্রে মোটা অংকের অর্থের বিনিময়ে মুচলেকা দিয়ে ছেড়ে হচ্ছে তাদের।
অভিভাবকদের কাছে ৬০ হাজার রুপি পর্যন্ত নেয়ার তথ্য পেয়েছে তারা। বিশেষ মর্যাদা বাতিলের পর থেকেই উত্তপ্ত জম্মু-কাশ্মির। ভারতের সেনাবাহিনীর কড়া সেনা প্রহরায় এ অঞ্চলটি, বিচ্ছিন্ন বর্হিবিশ্ব থেকে।
পিবিএ/বিএইচ