হুমকির মুখে আত্রাই নদী নিয়ন্ত্রণ বাঁধ

পিবিএ,নওগাঁ: নওগাঁর মহাদেবপুর উপজেলায় খাজুর ও উত্তরগ্রাম ইউনিয়নের আত্রাই নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশের জমির মাটি কেটে অবাধে মাটি বিক্রি করছে প্রভাবশালী মহল।

স্থানীয়রা অভিযোগ করেন, স্থানীয় রাজনৈতিক আশ্রয়ে প্রশ্রয়ে থাকা আল-আমিন, এরশাদ, রাজ্জাক ও দেলোয়ার হোসেন বাঁধের পাশ থেকে মাটি কেটে ইটভাটায় কিংবা বাসা-বাড়ি নির্মাণ কাজের জন্য বিক্রি করছে। তাঁরা প্রশাসনের অনুমতি ছাড়াই জমির মালিকদের কাছ থেকে প্রতি বিঘার মাটি ৩০ হাজার থেকে ৩৫ হাজার টাকায় কিনে বিক্রি করেন। বিভিন্ন সময় প্রশাসন অভিযান চালিয়ে এই চক্রের সদস্যদের জরিমানা করলেও মাটি কাটা বন্ধ হচ্ছে না। প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে মাটি কেটে বিক্রি করছে চক্রটি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভূপেন চন্দ্র মন্ডল বলেন, যেভাবে মাটি কাটা হচ্ছে, তাতে আগামী বর্ষায় নদী ভরে গেলে স্কুলের মাঠ ও ভবন ঝুঁকির মুখে পড়বে। এছাড়া বাঁধটি ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে।

মাটি কাটার বিষয়ে জানতে চাইলে ঠিকাদার দেলোয়ার হোসেন জানান,বাঁধের পাশ থেকে যে মাটি কেটে বিক্রি করছি তা জমি ব্যক্তি মালিকানাধীন। জমির মালিকদের কাছ থেকে টাকা দিয়ে আমরা মাটি কিনে মাটি কেটে বিক্রি করছি। এরপরে কেন প্রশাসনের অনুমতি নিতে হবে।

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড নওগাঁর নির্বাহী প্রকৌশলী সুধাংশু কুমার সরকার বলেন, আত্রাই নদীর বাঁধের পাশ থেকে মাটি কেটে নিয়ে যাওয়ার বিষয়টি জানা নেই। তদন্ত করে বিষয়টির সত্যতা পেলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বাঁধের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকলে ব্যক্তিগত মালিকানার জমির মাটিও বিক্রি যাবে না।

মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবারক হোসেন বলেন, বাঁধ সংলগ্ন এলাকা থেকে মাটি কেটে নেওয়ার ঘটনায় চলতি মাসেই এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত করে জরিমানা করা হয়েছে। বাঁধের ক্ষতি বা হুমকি সম্মুখীন হতে পারে এ ধরণের পরিস্থিতি ঘটতে দেওয়া হবে না।

পিবিএ/বিএ/ইএইচকে

আরও পড়ুন...