এবার বিশেষ হাতকড়া ব্যবহার করবে বিমান

পিবিএ,ঢাকা: এবার বিশেষ হাতকড়া ব্যবহার করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। জানা গেছে, ফ্লাইটে বিপজ্জনক যাত্রী নিয়ন্ত্রণে আনতে এ বিশেষ হাতকড়াটি ব্যবহার করবে। এতদিন বিপজ্জনক যাত্রীকে সামলাতে দড়ি দিয়ে বেঁধে রাখত রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ সংস্থাটি। এবার সে নিয়ম পাল্টাতে যাচ্ছে। এজন্য এয়ারলাইনসটির সেফটি ম্যানুয়ালেও পরিবর্তন আনা হচ্ছে।

জানা গেছে, প্রতিটি এয়ারলাইনসের ফ্লাইটে যাত্রীদের নিরাপত্তা, কেবিনের নিরাপত্তাসহ সার্বিক নিরাপত্তার জন্য থাকে নিজস্ব সেফটি ম্যানুয়াল। উদ্ভূত পরিস্থিতিতে ম্যানুয়াল অনুযায়ী পদক্ষেপ নেন পাইলট ও কেবিন ক্রুরা। এতদিন বিমানের সেফটি ম্যানুয়ালে কোনো যাত্রী অসংলগ্ন আচরণ করলে কিংবা কেবিনে অন্য যাত্রীসহ ফ্লাইটের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠলে তাকে দড়ি দিয়ে বেঁধে রাখার কথা অন্তর্ভুক্ত ছিল। এবার পদ্ধতি পাল্টে ‘হাতকড়া’ সংযুক্ত করছে বিমান। তবে এ হাতকড়া হবে বিশেষ ধরনের। আইন-শৃঙ্খলা বাহিনী লোহার হাতকড়া ব্যবহার করলেও বিমান আনবে প্লাস্টিকের হাতকড়া, যা অনেকটা কেবল টাইয়ের মতো দেখতে।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, যাত্রীদের নিরাপত্তা আমাদের প্রধান দায়িত্ব। কোনো যাত্রী ফ্লাইট ও অন্য যাত্রীদের জন্য হুমকি হয়ে উঠলে তাকে বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেন কেবিন ক্রুরা। এর পরও শান্ত করা না গেলে বৈমানিকের নির্দেশে সেফটি ম্যানুয়াল অনুযায়ী ব্যবস্থা নেন কেবিন ক্রুরা। প্রয়োজনে যাত্রীকে বেঁধে রাখার বিধান রয়েছে। যাত্রীর সহিংস আচরণ ঠেকাতে এতদিন দড়ি ব্যবহার হতো। বিশ্বের অনেক এয়ারলাইনস এখন হাতকড়া ব্যবহার করে। অন্যান্য এয়ারলাইনসের মতো বিমানও সব ফ্লাইটে বিশেষ ধরনের হাতকড়া রাখবে। শিগগিরই এটি বাস্তবায়ন করা হবে।

পিবিএ/এফএস

আরও পড়ুন...