স্বামীর নয়, প্রেমিকের সন্তানের মা হচ্ছেন কল্কি

পিবিএ ডেস্ক: প্রেমিক গাই হার্সবার্গের সঙ্গে এখনও বিয়ের পিঁড়িতে বসেননি। চলতি মাসের শুরুতেই প্রেমিকের সঙ্গে ছবি শেয়ার করে সম্পর্কের কথা ঘোষণা করেছিলেন কালকি কোয়েচলিন। এবার খুশির খবর দিলেন বলিউড অভিনেত্রী। ২০১১ সালে বলিউডের বিখ্যাত পরিচালক অনুরাগ কাশ্যপের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিনেত্রী কালকি কোয়েচলিন। অবশ্য চার বছর পর তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। এরপর ডুবে ডুবে জল খেলেও সম্প্রতি সম্পর্কের কথা জানান। এবার জানালেন, মা হতে চলেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদন বলছে, এক সাক্ষাৎকারে কালকি জানিয়েছেন, মা হতে চলেছেন তিনি। তিনি এখন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। কালকি জানান, মাতৃত্বের অভিজ্ঞতাকে একান্ত ব্যক্তিগতভাবে অনুভব করতে চাইছেন তিনি। তাই আপাতত সামাজিক যোগাযোগমাধ্যম, এমনকি অভিনয় থেকেও দূরে সরে থাকতে চান। বাড়ি ফিরেই ফোনের সুইচ অফ করে দিই। গাই-এর সঙ্গে যোগব্যায়াম, গানবাজনায় মেতে থাকতেই বেশি ভালো লাগে, বলেন কালকি।

তিনি আরও বলেন, আগের চেয়ে অনেক বেশি ধীর-স্থির হয়ে গেছি। ধৈর্য বেড়ে গেছে। দ্যাট গার্ল ইন ইয়েলো বুটস খ্যাত অভিনেত্রী কালকি আরো বলেছেন, ছেলে বা মেয়ে যা-ই হোক না কেন, সন্তান যাতে লিঙ্গবৈষম্যের চিন্তায় ছোট থেকে প্রভাবিত না হয়, সে বিষয়ে বেশি গুরুত্ব দিতে চান তিনি।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...