পিবিএ ডেস্ক: বাংলাদেশ ‘এ’ দল ও স্বাগতিক শ্রীলংকা মধ্যকার প্রথম আনঅফিসিয়াল টেস্টের প্রথম ইনিংসে ৩৬০ রানে অলআউট হয়েছে বাংলাদেশ দল।
আজ ম্যাচের দ্বিতীয় দিন ৩৫.১ ওভার ব্যাট করতে সক্ষম হয় সফরকারীরা। আগের দিনের সংগ্রহের সাথে আরও ৯০ রান যোগ করে বাকি ৪ উইকেট হারায় দলটি। যার ফলে ৩৬০ রানেই থামে বাংলাদেশের প্রথম ইনিংস। দারুণ ব্যাটিংয়ে আজ ৫৭ রানের ইনিংস খেলেন মেহেদি মিরাজ।
এর আগে হাম্বানটোটার রাজাপাকসে স্টেডিয়ামে গতকাল টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথম দিনে খেলা হয় মোট ৮৫ ওভার। ৬ উইকেটে ২৭০ রান করে দিনের খেলা শেষ করে সফরকারীরা।
বাংলাদেশের পক্ষে গতকাল জহুরুল হক অমি ৯০, মিথুন ৯২ ও সাদমান ৫৩ রান করেন। তবে ভালো করতে পারেননি নাজমুল হোসেন শান্ত (৪), মুমিনুল হক (১১), নুরুল হাসান সোহান (১)।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ‘এ’ দল: ৩৬০/১০ (১২০.১)
জহুরুল ৯০, সাদমান ৫৩, মিঠুন ৯২, সৌম্য ২৪, মিরাজ ৫৭। মেন্ডিস ৩/৫৭।
পিবিএ/ইকে