টসে হেরে ফিল্ডিংয়ে শ্রীলঙ্কা

পিবিএ ডেস্ক: দশ বছর পর করাচীতে ফিরলো ক্রিকেট। প্রথম ওয়ানডে পরিত্যক্ত হওয়র পর দ্বিতীয় ওয়ানডে শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক পাকিস্তান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪ টায়।

বৃষ্টির কারণে প্রথম ওয়ানডে বাতিল হয়। এরপর বৃষ্টির শঙ্কায় দুই বোর্ডের মধ্যস্থতায় দ্বিতীয় ওয়ানডে পিছিয়ে দেওয়া হয়। যার কারনে, দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি গতকাল সংঘটিত হওয়ার কথা থাকলেও আজ মাঠে গড়াচ্ছে।

শ্রীলঙ্কা একাদশ:
অবীশকা ফার্নান্দো, ওশাদা ফার্নান্দো, লাহিরু থিরিমান্ন (অধিনায়ক), সাদিরার সামকরাভিরা (উইকেটরক্ষক), দানুশকা গুণাথিলাকা, শেহান জয়সুরিয়া, দাশুন শানাকা, ইসুরু উদানা, ওয়ানিন্দু হাসরঙ্গা, নুয়ান প্রদীপ, লাহিরু কুমারা।

পাকিস্তান একাদশ:
ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম, হারিস সোহেল, ইফতিখার আহমেদ, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক ও অধিনায়ক), ইমাদ ওয়াসিম, ওহাব রিয়াজ, শাদাব খান, মোহাম্মদ আমির, উসমান শিনোয়ারি।

পিবিএ/ইকে

আরও পড়ুন...