ফের বিয়ে করছেন অপু বিশ্বাস

পিবিএ,ঢাকা: নায়ক শাকিব খানের সঙ্গে ডিভোর্সের পর ফের বিয়ের প্রস্তুতি নিচ্ছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ইতোমধ্যে তার পরিবার পাত্র দেখাও শুরু করেছে।

অপু জানান, পরিবারের পাশাপাশি আমিও মানসিকভাবে বিয়ে করার প্রস্ততি নিয়েছি। একা একা জীবন চলে না। তা ছাড়া প্রত্যেকেই জীবনে অবলম্বন চায়, নিরাপত্তা চায়। তাই ঠিক করেছি আবার বিয়ে করব। আমার বাবা নেই। মা একমাত্র অভিভাবক। তিনিই পাত্র নির্বাচন করবেন। একবার নিজে ভুল করে সেই ভুলের মাসুল দিয়ে যাচ্ছি। এবার মায়ের পছন্দই আমার পছন্দ।’

তবে বাপ্পির সঙ্গে বিয়ের গুঞ্জণ উড়িয়ে দিয়ে অপু বিশ্বাস বলেন, খবরটি মিথ্যা ও ভিত্তিহীন। পারিবারিকভাবে বিয়ের কথাবার্তা এগুচ্ছে। পাত্র মিডিয়ার কেউ নন, তিনি একজন ব্যবসায়ী। শিগগিরই খবরটি জানাতে পারবো। যেহেতু প্রাথমিক কথাবার্তা হচ্ছে চূড়ান্ত হলেই জানাবো।

পিবিএ/ইকে

আরও পড়ুন...