পিবিএ,ঢাকা: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে সোহেল রানা বলেছেন, মৌসুমিকে যেমন ভালোবাসি, তেমনি মিশা ও জায়েদকে ছোট ভাইয়ের মত স্নেহ করি। কাজেই বিশেষ কাউকেই সমর্থন বলা ঠিক হবে না। ডি এ তায়েব আমার আপনজন। কিন্তু তার ব্যাপারে আমার মধ্যে কিছু প্রশ্ন আছে। সে কিভাবে নির্বাচনে অংশ নেয়? সে তো এখনো সরকারি অফিসার। অভিনয় করতে হলেও তাকে সরকারের পারমিশন নিতে হয়। অভিনয় করার ক্ষেত্রে হয়ত সে পারমিশন নিয়ে থাকতে পারে কিন্তু অভিনয়ের পাশাপাশি অর্গানাইজেশন করার জন্য কি তাকে সরকার পারমিশন দিয়েছে? আমি জানিনা এটা কিভাবে হয়, এটা আমার প্রশ্ন।
বার্তা সংস্থা পিবিএ (প্রেস বাংলা এজেন্সি) এর সাথে মঙ্গলবার একান্ত আলাপচারিতায় নানা বিষয়ে কথা বলেন চলচ্চিত্রের সিনিয়র এই নায়ক।
সোহেল রানা নির্বাচনে মৌসুমির প্রতিদ্বন্দ্বিতা নিয়ে বলেন, মৌসুমিকে আমি স্নেহ করি, মৌসুমির সাথে যাদেরকে নিয়েছে তারা অনেকেই তার সাথে যেতে চাচ্ছে না বলে শুনেছি। আমি সেসব ব্যাপারে কিছু বলব না।
গত দুই বছরের নির্বাচিত শিল্পী সমিতির কার্যক্রম নিয়ে তিনি বলেন, গত ১৫/২০ বছরে যেসব কমিটি হয়েছে, আমিসহ তারা যা করতে পারিনি কিন্তু মিশা- জায়েদ তা করেছে। লোক দেখানো হোক বা বাস্তবেই হোক তারা অনেক ভালো কাজ করেছে। এবারের কোরবানিতে ৫টি গরু কোরবানি দিয়ে সকলের মাঝে মাংস বিলিয়েছে। সবাইকে জানিয়েছে, যারাই গিয়েছেন প্রত্যেককেই মাংস দেয়া হয়েছে। আবার যারা কখনোই যাবে না এমন সিনিয়র শিল্পীদের সম্মান করার জন্য মাংসের সাথে কিছু দুধ চিনি উপহার পাঠিয়েছে। এটা শুধু সম্মানি।
কমিটি করার পর তারা আবার ১১ জন সিনিয়রদের দিয়ে আরেকটি কমিটি করিয়ে তারা বলেছে, আপনার যেটা বলবেন আমরা সেটাই করব। এই সম্মানটা তারা করেছে।
চলচ্চিত্র এলাকায় যারা অনেক সময় আসেনি তাদেরকে তারা এনেছে। মন্ত্রী,পুলিশ ও র্যাবের প্রধানদের এনে তাদের সাথে চলচ্চিত্র জগতের গুড রিলেশন তৈরি করেছে। এর মাধ্যমে শিল্পীদের ইমেজ অনেক বাড়িয়েছে, যা আমরাও পারিনি।
যারা মারা গেছে তাদের বেশির ভাগকে ভুলে গেছে, ওরা তাদের নামে কোরআন খতম, মিলাদ দোয়ার আয়োজন করেছে। কেউ অসুখ-বিসুখ হলে মিশা-জায়েদ পাগলের মত ছুটে যায়। মৌসুমি নির্বাচিত হলে সেও ভালো করতে পারে। তার জন্য শুভকামনা। মিশা-জায়েদ গত দুই বছর ভালো কাজ করেছে। সবাই মিলেমিশে যেন কাজ করে যাতে, চলচ্চিত্রটাকে আরো উপরে নিয়ে যেতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী যেন আমাদের এখানে পদধূলি দেন। প্রধানমন্ত্রীকে যখন এখানে আনতে পারবে তখন বলব এরা আগের কমিটি থেকে ভালো করেছে।
সিনিয়রদের যেটুকু সম্মান তারা দেখিয়েছে, তাতে আমি খুশি, আমরাতো তার-ই কাঙ্গাল। সেটাই তারা দিয়েছে, দেখিয়েছে। কারো পক্ষ না নিয়ে বলব, সবাই মিলেমিশে আসুন চলচ্চিত্র জগতটাকে বাঁচানোর চেষ্টা করি। প্রধানমন্ত্রীকে বুঝাতে চেষ্টা করি, কি কি করলে চলচ্চিত্র জগত আবার সুদিনে ফিরে আসবে।
আরেক প্রশ্নের জাবাবে সোহেল রানা বলেন, ফ্লিমকে যারা ভালোবাসে, বুঝে, চলচ্চিত্রে তাদের দায়িত্ব দিতে হবে।
https://www.facebook.com/sangbadik.net/videos/2450404651897182/
পিবিএ/জেডই