পিবিএ ডেস্ক: আংশিক নীল পর্দায় দেখা যেতে পারে বলিউড অভিনেত্রী সানি লিওনকে। ভারতীয় টেলিভিশন কুইন খ্যাত পরিচালক একতা কাপুরের ‘কামসুত্র’ ওয়েব সিরিজে অভিনয় করতে পারেন এই নায়িকা। ভারতীয় বিনোদনভিত্তিক গণমাধ্যম মিড-ডে জানিয়েছে, বেশ কয়েক মাস ধরে একতা কাপুরের সঙ্গে সানির কথা চলছে কামসূত্র সিনেমাটি নিয়ে।
এটি একটি ওয়েব সিরিজ। বিষয়বস্তু জেনে নিয়েছেন জিসম-২ সিনেমার অভিনেত্রী। ওয়েব সিরিজটির জন্য বেশকিছু শর্তও দিয়েছেন তিনি। এর আগে একতা কাপুরের ‘রাগিনী এমএমএস ২’ ও নিজের বায়োপিক ‘কারেনজিৎ কউর ভোরা- দ্য আনটোল্ড স্টোরি’ ওয়েব সিরিজের কাজ করেছিলেন সানি লিওন।
পিবিএ/বিএইচ