বিকেলে শেষ ওয়ানডেতে মুখোমুখি পাকিস্তান-শ্রীলঙ্কা

পিবিএ ডেস্ক: সিরিজের শেষ ম্যাচে বিকেলে মাঠে নামছে পাকিস্তান – শ্রীলঙ্কা। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ পরিত্যক্ত হলে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাবর আজমের সেঞ্চুরিতে ৬৭ রানের জয়ে সিরিজে ১-০ এগিয়ে স্বাগতিক পাকিস্তান। করাচীর আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪ টায়।

২০০৯ সালে শ্রীলঙ্কা দলের উপর বোমা
হামলার প্রেক্ষিতে পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেট নিষিদ্ধ করেন আইসিসি। যেখানে প্রায় ১০ বছরের মত সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট উপভোগ থেকে বঞ্চিত হোন পাকিস্তানের ক্রিকেট ভক্তরা।পাকিস্তান ক্রিকেট বোর্ড এর আপ্রান প্রচেষ্টা আর পাকিস্তানের ক্রিকেট প্রেমীদের সমর্থনে পাকিস্তানে ফিরে ক্রিকেট।

শ্রীলঙ্কা দলের সফরের মধ্যে দিয়ে পাকিস্তান ক্রিকেট নিজেদের মাঠে খেলা শুরু করে। যেখান ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের পাশাপাশি ৩ ম্যাচের টি টুয়েন্টি খেলবেন স্বাগতিক পাকিস্তান – শ্রীলঙ্কা।

আন্তর্জাতিক ক্রিকেটকে নিজেদের ঘরে ফেরাতে পাকিস্তান প্রিমিয়ার লিগ পিএসএল এর গতকয়েক আসরের কিছু কিছু ম্যাচ আরব আমিরাতে হলেও কিছু ম্যাচ হয় পাকিস্তানে। যা নিরাপত্তার ইস্যু নিয়ে বিশ্ব ক্রিকেটের চিন্তার বাজ কমাতে কার্যকরী ছিল।
তাছাড়া গত বছর বিশ্ব একাদশের সাথে আয়োজিত সিরিজের প্রভাবও কম ছিলনা এ ক্ষেত্রে।

পিবিএ/ইকে

আরও পড়ুন...