পিবিএ ডেস্ক: ধোনি-বুমরাহর পর এবার বাংলাদেশের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তার না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা।
কোমরের ব্যথার কারনে চিকিৎসা নিতে দ্রুতই ইংল্যান্ড যাবেন পান্ডিয়া। সে কারনে বাংলাদেশ সিরিজে খেলতে পারবেন না তিনি। আর যদি অস্ত্রপাচার করতে হয় তবে আগামী আইপিএলের আগে আর মাঠে দেখা যাবেনা এই অলরাউন্ডারকে।
গত এশিয়া কাপ থেকেই কোমরের ব্যথায় ভুগছেন পান্ডিয়া। মাঝে চিকিৎসা নিয়ে খেলেছেন বিশ্বকাপ সহ বেশ কয়েকটি সিরিজে। কিন্তু অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাের আগে তাকে পুরো ফিট করতেই ইংল্যান্ড পাঠাচ্ছে বোর্ড।
বাংলাদেশ সিরিজে তার না থাকার খবরটি নিশ্চিত করে ভারতীয় বোর্ডের ঐ কর্মকর্তা বলেন, ‘পান্ডিয়া কোমরের পুরোনো চোট দেখাতে ইংল্যান্ড যাচ্ছে, যাকে সে এশিয়া কাপের সময়ও দেখিয়েছে। বাংলাদেশের বিপক্ষে সে খেলছেনা নিশ্চিত, মাঠে ফিরবেন কবে সেটাও পরিষ্কার নয়। সে ইংল্যান্ড থেকে আসার পরেই এ ব্যাপারে জানা যাবে।’
উল্লেখ্য, আগামী নভেম্বরে দুই ম্যাচ টেস্ট ও তিন টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারত যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
পিবিএ/ইকে