টেস্টে ওপেনিংয়ে নেমেই দুর্দান্ত শতক হাঁকালেন রোহিত শর্মা

পিবিএ ডেস্ক: রোহিত শর্মা যে নামটা তার পরিচয় দিতে যথেষ্ট। ক্রিকেটের আধুনিক ফরম্যাটে নিজের জাত চেনাতে তার ব্যাটিং এ আগ্রাসী – মারকুটে স্বভাবটাই যথেষ্ট। ওয়ানডে ও টি টোয়েন্টি তে ওপেন করলেও টেস্ট এ রোহিত শর্মা স্বভাবতই মিডল অর্ডার ব্যাটসম্যান। সাউথ আফ্রিকার সাথে চলমান টেস্ট এ প্রথম বারের মত ওপেন করার সুযোগ পেয়ে টেস্ট ক্যারিয়ারে নিজের চতুর্থ শতক পূর্নকরে নিজেকে প্রমান করেন।

ভারতীয় দলে এমন অনেকেই আছেন যারা নিজেদের পরিচয়ে নিজেরাই তৈরি করে গেছেন। ক্রিকেটের দেবতা ক্ষেত মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার থেকে শুরু করে ভারতের হয়ে টেস্টে প্রথম ট্রিপল হান্ড্রেড করা ‘বিরেন্দ্র শেওয়াগ কিংবা প্রিন্স অফ কলকাতা ক্ষেত সৌরভ গাঙুলি সবাই নিজেদেরকে এমন এক জায়গায় নিয়ে গেছেন যেখানে ক্রিকেট তাদের কে মনে রাখবেন আজীবন ধরে।

ক্যারিয়ারের শুরুতে অনেক উথান পতন দিয়ে শুরু করেন ক্রিকেট। মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে দলে জায়গা করে নিলেও , সাবেক অধিনায়ক সৌরভ গাঙুলির কল্যাণে ওপেন করার সুযোগ পান এই ৩২ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান।

যেখানে নিজেকে ছাড়িয়ে নিয়ে গেছেন এক অন্যান্য উচ্চতায়।আইপিএল এল মুম্বাই এর হয়ে ক্যাপ্টেনসি করে নিজের পারফরম্যান্স এর পাশাপাশি অসাধারণ নেতৃত্ব গুনে মুম্বাইকে দুবার শিরোপা এনে দেন।

তাছাড়া রোহিত শর্মা এখন পর্যন্ত ভারতের হয়ে ২৮ টেস্টএ ৪২.২ এভারেজ এ ১৬৮৫, ২১৮ ওয়ানডে তে ৪৮,২ এভারেজ এ ৮৬৮৬ রান করেন যেখানে ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ ২৬৪ রানের ইনিংসটি তার দখলে। টি টোয়েন্টিতেও রোহিত শর্মা ধারাবাহিক পারফর্মার যেখানে ৯৮ ম্যাচে ৩২ এভারেজ এ ১৩৬.৫৬ স্ট্রাইক রেটে ২৪৪৩ রান করেন।

পিবিএ/ইকে

আরও পড়ুন...