পুজোয় মেতেছে লন্ডনের বাঙালিরা

পিবিএ ডেস্ক: অন্যান্য বছরের মতো এবারেও পুজোয় মেতেছেন লন্ডনের বাঙালিরা। মহা উৎসাহে চলছে পুজোর আয়োজন। পঞ্চমীতে কর্মব্যস্ত লন্ডন। উইকএন্ডে পুজোর বাজার চলেছে। শুক্রবার থেকে শুরু হয়ে যাবে লন্ডনের দুর্গোৎসব।

পঞ্জিকা মতে নির্দিষ্ট নির্ঘণ্টে পুজো না হলেও, পাঁচ দিনের আনন্দ থেকে কিন্তু প্রবাসী বাঙালি নিজেদের বঞ্চিত করতে রাজি নন। তাই আগেভাগেই কাজকর্ম গুছিয়ে রেখেছেন। লন্ডনের দুর্গোৎসব এ বছর ৫৭ বছরে পড়ল। আগের বছর কুমোরটুলি থেকে নতুন প্রতিমা পৌঁছেছে বিলেতে।

লন্ডনের সুইস কটেজ লাইব্রেরিতে আয়োজিত অনুষ্ঠানের কথা বিশদে জানালেন পুজো কমিটির ট্রাস্টি মৈনাক রায়। ৪ অক্টোবর মহিষাসুরমর্দিনীর অনুষ্ঠান দিয়েই পুজোর সূচনা। এই অনুষ্ঠানেই রয়েছে শ্রীশ্রীচণ্ডী বা দুর্গা সপ্তদশী থেকে গৃহীত দেবী চণ্ডীর স্তোত্র বা চণ্ডীপাঠ, বাংলা ভক্তিগীতি, ধ্রুপদী সঙ্গীত এবং পৌরাণিক কাহিনির নাট্যরূপ।

লন্ডন ও কলকাতার প্রখ্যাত শিল্পীরাই এই নাটকে উপস্থাপনায় থাকবেন। প্রতি বছরের মতো এবারও চণ্ডীপাঠ করবেন লন্ডন দুর্গোৎসব কমিটির চেয়ারম্যান ডাঃ আনন্দ গুপ্ত। পুজোর ক’‌দিন নাটকের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকছে। দশমীতে গান গাইতে আসছেন কলকাতার প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী অ্যারিনা মুখার্জি। এছাড়া থাকছে রবি ঠাকুরের

ভানুসিংহের পদাবলী, অংশগ্রহণে কলকাতার প্রখ্যাত নৃত্যশিল্পী গার্গী নিয়োগী ও দীপ্তাংশু পাল ও লন্ডনের প্রখ্যাত নৃত্যশিল্পীবৃন্দ। এ বছরের অন্যতম আকর্ষণ কপালকুণ্ডলা যাত্রাপালা। অংশগ্রহণে কলকাতার প্রখ্যাত শিল্পীরা ও লন্ডন দুর্গোৎসব কমিটির সদস্যবৃন্দ। এবারে পুজোর থিম কবি সুব্রত পালের কবিতা ‘‌তোমার দুর্গা আমার দুর্গা’‌ অবলম্বনে।

পিবিএ/ইকে

আরও পড়ুন...