পিবিএ ডেস্ক: ভারতের ওপর জঙ্গি হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করল আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে যে, জম্মু–কাশ্মীরের বিশেষ মর্যাদাকে বাতিল করার পরে পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদী সংগঠনকে নিয়ন্ত্রণে না রাখলে তারা ভারতে আক্রমণ করতে পারে। আমেরিকার এই সতর্কবার্তায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কারণ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বিদেশের মাটিতে দাবি করে এসেছেন জঙ্গি সংগঠন নির্মূল করতে তিনি কাজ করছেন। তারপর এই সতর্কবার্তা ভাবিয়ে তুলেছে বটেই।
ইন্দো–প্যাসিফিক সুরক্ষা বিষয়ক বিভাগের সহকারী সচিব রান্ডাল শ্রাইভার বলেন, ‘অনেকেরই উদ্বেগ রয়েছে যে পাক সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি আন্তঃসীমান্তে হামলা চালাতে পারে। আমি বুঝতে পারি না যে চীনও কেন এই জাতীয় সংঘাত চায়।’ এই মন্তব্যের মধ্যে দিয়ে পাকিস্তান–চীনকে একসারিতে দাঁড় করিয়ে দিলেন তিনি।
ইন্দো–প্যাসিফিক সুরক্ষা বিষয়ক বিভাগের সহকারী সচিব বলেন, ‘আমরা চীনের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে কথা বলেছি। ভারত–চীনের সঙ্গে একটি স্থিতিশীল সম্পর্ক চায়। তবে সেখানে দুই দেশের মধ্যে পারস্পরিক প্রতিযোগিতা বৃদ্ধি পাচ্ছে এই বিষয়ে কোনও সন্দেহ নেই। তাই কাশ্মীর নিয়ে চীন পাকিস্তানের দিকে ঝুঁকছে বলে আমার ধারণা।’
পিবিএ/ইকে