পিবিএ ডেস্ক: ২০০৮ সালে ঢাকাই ছবির কিং শাকিব খানকে ভালোবেসে বিয়ে করেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। বিয়ের সময় নাকি তার বয়স ছিল মাত্র ১৭ বছর। সম্প্রতি একটি বেসরকারি রেডিও স্টেশনকে দেওয়া সাক্ষাৎকার এমনটাই জানান অপু। এই সময় তাকে প্রশ্ন করা হয়, লুকিয়ে বিয়ে করাটা কী রং ডিসিশন ছিলো? এবার অপু উত্তর দিলেন, ‘ছোট ছিলাম তো। ইমোশনালি করে ফেলেছিলাম।
জাগো এফএম-এর একটি অনুষ্ঠানে টিকটক নামের এই অনুষ্ঠানে মজার মজার সব প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। এখানে নিজের ফিটনেসের রহস্যও জানিয়েছেন অপু। অপু বলেন, ‘ট্রাই করছি।’ জানালেন এখন তার ওজন ৭২ কেজি। অপু জীবনে কখনো ঠকেছেন কী না জানতে চাওয়া হলে তিনি জানালেন, জীবনে একবারই ঠকেছেন অপু।
বগুড়ার দই নাকি অপু বিশ্বাস কোনটা বেশি ফেমাস? জানতে চাওয়া হলে অপু বিশ্বাস বলেন, ‘আমার কাছে মনে হয় বগুড়ার দই বেশি জনপ্রিয়। কারণ এটার কোনো দুর্নাম নেই। এছাড়াও অপু বিশ্বাস এক প্রশ্নের উত্তরে জানালেন জীবনে ভালো থাকতে তিনটি জিনিস ভীষণ প্রয়োজন। এগুলো হলো, মানসিকভাবে নিজেকে সবসময় শক্ত রাখা। পরিবার। আর নিজের কনফিডেন্স।
পিবিএ/বিএইচ