পিবিএ ডেস্ক: হংকংয়ের চীন বিরোধী বিক্ষোভে পুলিশের রাবার বুলেটের আঘাতে ডান চোখ হারিয়েছেন ইন্দোনেশিয়ার সাংবাদিক। গত মঙ্গলবার বিক্ষোভ মিছিলে পুলিশ ৯০০ রাবার বুলেট এবং ১৪০০ রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করে। যা কিন্তু গত দুই মাসের বিক্ষোভে পুলিশ যে গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করেছিলো তার চেয়েও বেশি করেছিলো মঙ্গলবারের বিক্ষোভে। সূত্র বিবিসি
সেদিন পুলিশ বিক্ষোভকারীরসহ সাংবাদিকদের ওপরও গুলি চালিয়েছিলো। পুলিশ গুলি করার আগে সাংবাদিকরা চিৎকার করে বলেছিলো আমাদের গুলি করবেন না। আমরা সাংবাদিক। এমনকি তাদের মাথায় প্রেস লেখা হেলেমেটও ছিলো।
পিবিএ/বাখ